1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা মাধবদীতে সৌজন্য সাক্ষাতে খায়রুল কবির খোকন মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাধবদীতে ‘মা তাঁরা সংঘের’ ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৬১ জন দেখেছেন

সুমন পালঃ “ধর্ম যার যার, উৎসব সবার” এ প্রতিপাদ্যে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ‘মা তাঁরা সংঘের’ আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮এপ্রিল সোমবার বিকেলে স্বপন সাধুর বাড়ীর মন্দির থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেই লক্ষ্যে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘মা তাঁরা সংঘের’ সদস্য ও ম্যাক টেক্সটাইলের সত্বাধিকারী
জীবন কৃষ্ণ সাহা, মাধবদী বাজার স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও মা তাঁরা সংঘের সদস্য অরবিন্দু আঢ্য, স্বপন চন্দ্র দাস (স্বপন সাধু) সহ মা তাঁরা সংঘের অন্যান্য সদস্য বৃন্দ। মা তাঁরা সংঘের সদস্য জীবন কৃষ্ণ সাহা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের লোকের বসবাস। আমরা একে অপরের ভাই হিসেবে বসবাস করি। আমরা সকলে মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করি। পবিত্র রমজান মাসের শেষে ঈদের দিন দরিদ্র মুসলিম ধর্মাবলম্বীরা যাতে একবেলা খাবার খেতে পারে তাদের কথা চিন্তা করে আমাদের সামর্থ্য অনুযায়ী এ ঈদ সামগ্রী বিতরণ করেছি। ‘মা তাঁরা সংঘের আরেকজন সদস্য অরবিন্দু আঢ্য বলেন, ‘মা তাঁরা সংঘের পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এ বছরও আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমরা সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.