1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা মাধবদীতে সৌজন্য সাক্ষাতে খায়রুল কবির খোকন মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কে সেই মোহাম্মদ আলী? গ্রেফতারের ৬ ঘন্টা পর জামিন

  • আপডেট সময়: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৩৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
কে এই মোহাম্মদ আলী আলী? তার খুটির জোড় কোথায়? আটকের ৬ ঘন্টার মধ্যেই সরকারী ছুটির দিনে পেয়ে যায় জামিন।
খোজ নিয়ে জানা যায়, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় মটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রি করেন এই মোহাম্মদ আলী। তার গ্রামের বাড়ি সাহেপ্রতাব। তার বাবার নাম আব্দুল হাই।
স্থানীয়রা জানায়, মাধবদী থানাধীন গদাইরচর এলাকার আব্দুল হাই এর ছেলে এই মোহাম্মদ আলী। লেখাপড়া খুব বেশী না জানার কারনে বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ নেয় সাহেপ্রতাব এলাকায় বিভিন্ন দোকানে। কিছুযাওয়ার পর একটি চক্র গড়ে তুলে মোহাম্মদ আলী। এভাবে দীর্ঘদিন যাওয়ার পর মটর যন্ত্রাংশের ছোট একটি দোকান শুরু করেন। এই দোকান দিয়েই এলাকায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলেন।
স্থানীয়রা আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যস্থলে সাহেপ্রতাব এলাকায় তার দোকানটি থাকার কারনে নরসিংদী মডেল থানার পুলিশ তার দোকানে নিয়মিত যাতায়াত করেন আবার কেউ কেউ নিয়মিত আড্ডা দিয়ে থাকেন। আর এই সুযোগে দোকান মালিক মোহাম্মদ আলী আশপাশের ব্যবসায়ী ও বিভিন্নজনকে পুলিশের ভয়ভীতি প্রদর্শন করে নিজের আধিপত্ত বিস্তার শুরু করেন। শুধু তাই নয়, রাতের বেলায় দোকানে বসে বিভিন্ন জনদের নিয়ে মাদক সেবনসহ নারী গঠিত অপকর্মের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।
নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক এই মোহাম্মদ আলী ও তার শ্যালক মামুনকে নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর আদালতে প্রেরনের নথি সূত্রে দেখা যায়, এই মোহাম্মদ আলী ও তার শ্যালক মো: মামুন মিয়া শুক্রবার সকালে থানা এলাকার নবাব বাড়ি মোড়ে বিভিন্নভাবে উশৃঙ্খল আচরণ ও চেচামেচি করার সময় নরসিংদী মডেল থানার এস আই শামীম হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে ১৮৬১ সালের পুলিশি আইন ৩৪ ধারা মতে তাদের আটক করে। আটকের পর থানা হাজতে তাদের জিঙ্গাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সঠিক জবাব না পাওয়ায় জেল হাজতে পাঠানো হয়। জেল হাজতে পাঠানোর পর শুক্রবার থাকা সত্ত্বেও স্পেশাল আদালতের মাধ্যমে দুপুরে তাদের জামিন দেয়া হয়।
তাদের গ্রেফতারে স্থানীয়রা স্বস্তিবোধ করলেও তাঁর জামিনে আবার আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বসবাসকারী জনসাধারণও। তার বিষয়ে আরও খোজ খবর নিয়ে প্রকৃত রহস্য উৎঘাটন শেষে তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.