সুমন পালঃ
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে আজ ২১জানুয়ারী শুক্রবার ৯ম রোটার্যাক্ট জেলা অভিষেক (অধম্য ২১) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে শিল্পকলা একাডেমিতে জেলা টিম প্রশিক্ষণ (অনুকরণ ২১) শেষে বিকেলে ৯ম রোটার্যাক্ট জেলা আরআইডি (৩২৮২)অভিষেক অনুষ্ঠিত হয়। এসময় (২০২১-২২) বর্ষের জন্য ডিআরআর নির্বাচিত হন মোহাম্মদ আল আমিন সজিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাধীন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর এমডি ও আরটিএন আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আরটিএন ও নব নির্বাচিত করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আরটিএন মাহবুবুর রহমান মনির, রাশেদুল ইসলাম রাজিব, অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা আরটিএন রাসেল বিন হাসনাত, আরটিএন (পিএইচএফ) মিজানুর রহমান, আরটিএন জিয়া উদ্দিন হায়দার শাকিল, আরটিএন মোহাম্মদ আব্দুল আহাদ, আরটিআর শরিফুল ইসলাম অপু, আরটিআর সাজ্জাত হোসেন। এছাড়াও দেশের রোটার্যাক্ট ক্লাবের বিভিন্ন জেলার সংগঠক ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী, রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী সানবীম, রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী সরকারি কলেজ। ## সুমন পাল