নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী টিভি প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করায় জমকালো আয়োজনের মাধ্যমে নরসিংদীতে এর দ্বিতীয় জন্মদিন পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাধবদী প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আলোচনা, দোয়া ও কেক কাটার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
রাজধানী টিভি নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি আবুল হাসানাত মাসুম বলেন, রাজধানী টিভি সত্য, বস্তুনিষ্ঠ, তথ্যবহুল ও সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক আলোচনা-সমালোচনার সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় অতি স্বল্প সময়ের মধ্যে স্থান করে নিয়েছে। ভবিষ্যতে ও তাদের এ সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সকল ওটিটি প্লাটফর্মে দর্শকদের রাজধানী টিভি দেখার সুযোগ করে দেওয়ায় রাজধানী টিভির চেয়ারম্যান , কর্মকর্তা – কর্মচারী, জেলা – উপজেলা প্রতিনিধি ও সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানান তিনি।
মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভি নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মকবুল হোসেন, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টিভি নরসিংদী জেলা প্রতিনিধি রেজাউল করিম।
এসময় অন্যান্যের মধ্যে মাধবদী প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, নির্বাহী সদস্য ফজলুল হক মিলন, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, চ্যানেল এস টিভি প্রতিনিধি সুমন পাল, অনলাইন নিউজ পোর্টাল নরসিংদীর আওয়াজ’র সম্পাদক আব্দুল কুদ্দুস ও মাধবদী বাজার মোবাইল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।