শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
প্রবাসীরা শুধু রেমিটেন্সই প্রেরন করেনি, সমাজের দুস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দিয়ে সমাজের দুস্থ মানুষের সেবায় কাজ করতে গড়ে তুলেছেন সামাজিক সংগঠন। তেমনি একটি সংগঠন নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, প্রবাসী পরিবারের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপ্লবের সহায়তায় অনুষ্ঠানে বেলাবো উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেন, ব্যবসায়ী আবুল বাছেদ, শফিকুর রহমান ও সিদ্দিকুর রহমান জেকিসহ অন্যরা।
উল্লেখ্য: ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়নপুর এলাকার প্রায় ৬৫জন প্রবাসী মিলে গড়ে তুলেছেন সংগঠনটি।