1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নরসিংদীতে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা ২৪ ও ৭১ এর চেতনাকে ধারণা করে নতুন বাংলাদেশ বিনির্মানে বিজয় দিবসকে অর্থবহ করে তুলতে হবে— ইসলামী আন্দোলন মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত শেখেরচর বাজার বণিক সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রিক এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা

মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৬২ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল (১৬ ডিসেম্বর) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও দশ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চুর চক্রটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রিল ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর , পাশের কেরানির রুমের গ্রিল ভেঙ্গে ১টি ল্যাপটপ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয় এবং স্কুলের কয়েকটি আলমারির তালা ভেঙ্গে তছনছ করে দেয়। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র ও স্কুলের জিনিসপত্র। জানাযায় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী সামসুল আলস সকালে স্কুলের এসে দেখে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কোনো ল্যাপটপ নেই ও জানালার গ্রিল ভাঙ্গা। পরে তিনি প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক স্কুলে আসেন। নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল জানান রাতে স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, কেরানির রুম থেকে ১টি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকাসহ জিনিসপত্র চুরি হয়েছে। অনেকগুলো আলমারি ভেঙ্গে তছনছ করে দিয়েছে চোর চক্রটি। চুরির ঘটনাটি ইতোমধ্যে বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধবদী থানা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, নরসিংদী জেলা এডিসি আইসিটি, নরসিংদী জেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি।
উল্লেখ্য যে, গত কয়েকদিনে মাধবদীর নুরালাপুর ইউনিয়নেই অবস্থিত গদাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারন জনতা।

 

মোঃ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.