সুমন পালঃ বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ১২নভেম্বর শনিবার সকাল ১১টায় নরসিংদী পেশোয়ারী দরবার শরীফ প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার আহবায়ক হাজী মোহাম্মদ ছবির মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব আল্লামা ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব মো: আলী হোসেন শিশির (সি.আই.পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার উপদেষ্টা ও এম.এম.কে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের এর সভাপতি আলহাজ্ব মো: জসিম উদ্দিন ভূইয়া সহ কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ । সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ ছবির মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনিসুর রহমান ইসমাইল এর নাম ঘোষনা করে ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন।