বিশেষ প্রতিনিধি:- শিবপুর ঊপজেলায় চক্রধা ইউনিয়নের চান্দারটেক গ্রামের রবিউল পিতা মৃত জাহাদ আলী এর সাথে আবুল বাশার পিতা-মৃত শাহাবুদ্দিন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরুধ চলছে। এরই জের ধরে গত শুক্রবার সকালে আবুল বাশারসহ সাত আট জন ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রবিউল ও তার পরিবারদের উপর অতর্কিত হামলা চালায় এতে ও রবিউল তার ছোট ভাই এবং মা আহত হন । আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রবিউল এর মা ও ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও রবিউলের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয অভিযোগ করে রবিউল।
তিনি আরো জানান হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে।