সুমন পালঃ
“যদি হয় রক্তদাতা, জয় করব মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা’র মাস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ। ৭ই মার্চ সোমবার নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের নতুন বাজারে অসহায় ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাসের পরিচালক আল আমিন রহমান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজ্বী রোমান। এসময় আরো উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি খায়রুল ফরাজী। জিনারদী উওরন ক্লাবের সভাপতি আজিমউদ্দিন, সাপোর্ট ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোবারক, তরুন আলো সংগঠনের আসিফ, আলোর দিশারীর সভাপতি সোহেল মাহমুদ ও হাসিবুর রহমান সৌরভ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আল আমিন রহমান বলেন, মানবিক কাজ কোনো পেশা নয় এটা হলো একটি নেশা, যাদের নেশা থাকবে এ কাজের প্রতি তারাই কেবল এ কাজে অংশগ্রহন করতে পারবে। হিলফুল ফুজুল সংগঠনের এ উদ্যেগকে সাধুবাদ জানাই আজকের এ কর্মসূচির মাধ্যমে আমার মা বোনদের কখনো রক্তের প্রয়োজন হলে তারা দ্রুত সময়ে ফ্রী পাবে বলে আশা করি। তিনি আরো বলেন, ‘ মানবতার টানে ভয় নেই রক্তদানে, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বন্ধন ‘ আর এ কাজে এগিয়ে এসেছে একঝাক স্বপ্নবাজ তরুন তাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং হিলফুল ফুজুল সংগঠনের সফলতা কামনা করি।