1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
কাজল মেম্বার হত্যার ০১ নং আসামি গ্রেফতার আদ দাওয়াহ ফাউন্ডেশনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ক্যামব্রীজ স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল  মইনীয়া যুব ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ ১০ জন আহত ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা কমিটির সভাপতি ক্বারী আবুল কাশেম, মাস্টার আরিফ সেক্রেটারি রায়পুরার ইউপি সদস্যের ওপর গুলি করা সেই ব্যক্তি গ্রেফতার পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাহী কমিটি নির্বাচনে শোয়াইব সভাপতি, সচিব আসাদুজ্জামান নরসিংদীতে দোকান দখল নিতে সন্ত্রাসী হামলা আহত-২

শহীদ মিনার ধ্বসে শিশুর মৃত্যু, প্রধান শিক্ষক বরখাস্ত

  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৬২ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ায় একটি শহীদ মিনারের পিলার ধ্বসে রাবেয়া আক্তার জান্নাতি নামে ৩ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সকালে সেকান্দরদী আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিহত রাবেয়া আক্তার জান্নাতি সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।

এ ঘটনায় শিশুর পরিবারকে ১ লক্ষ টাকা ওই বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও নিহতের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ কমিটির আহ্বায়ককের দায়িত্ব আছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া। এটি নিশ্চিত করেন সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এদিকে (৩ অক্টোবর) শিশু জান্নাতির নিহতের ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোসহ শোকজ করেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জান্নাতি আক্তার শনিবার (২ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে সেকান্দরদী আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পাশে খেলা করছিল। হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে শিশু জান্নাতির উপর পড়ে। এতে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শহীদ মিনারটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটি মেরামত না করে দড়ি দিয়ে পিলারটি গাছের সাথে বেধে রাখে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিহত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

#
নাসিম আজাদ
০৩.১০.২০২১
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.