সুমন পালঃ নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে থানা এলাকায় অনুষ্ঠিতত্ব পূজা উৎযাপন কমিটির সদস্যদের নিয়ে আজ ২ অক্টোবর বিকেলে মাধবদী থানা হল রুমে মতবিনিময় সভার আয়োজন করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান। এ বছর মাধবদী থানা এলাকায় ৪১টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসময় বিভিন্ন পূজা মন্ডবের কমিটির সদস্য বৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নরসিংদী জেলা পূজা উৎযাপন আহবায়ক কমিটির সদস্য পরিমল ঘোষ রঞ্জিত, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মুক্তযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব, মাধবদী থানার ইনস্পেক্টর তদন্ত মোঃ এমদাদুল হক, মাধবদী পৌরসভা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন ধর, মাধবদী থানার সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন, সুস্ময় পাল, বিজয় দাস প্রমুখ।
##
সুমন পাল
মাধবদী নরসিংদী