1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • আপডেট সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৫ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টায় নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা -সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী তানজিনা জেরিন, আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন নাহার, তার ছেলে সাজিদ ও সাদ্দাম হোসেনের মেয়ে ছাবিহা।
নরসিংদী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সদ্য বিবাহিত ইমরান আহমেদ স্ব-পরিবারে তার স্ত্রী তানজিনার বোনের মিরপুরস্থ বাড়ি থেকে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রায়হানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার , তানজিনা , ছাবিহা এবং সাজিদকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে আটকে থাকা ড্রাইভার আনোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকেসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আশকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.