সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়েরকান্দী গ্রামে কৃষককে হত্যার
ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ১১ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৮টায় স্থানীয় বাজার থেকে গরুর খাদ্য আনার কথা বলে বাড়ী থেকে বের হয় আহসানউল্লাহ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৭টায় শ্যামরায়েরকান্দী গ্রামের চকের মাঝে কৃষি জমিতে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। মৃত আহসানউল্লাহ(৩০) এর বাম চোখ উঠানো এবং ডান কান কাটা ছিল। শ্যামরায়েরকান্দী গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে আহসানউল্লাহ। সে কৃষি কাজ এবং গরু লালন-পালন করতো বলে জানা যায়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি এটি একটি হত্যাকান্ড। যারা এ ধরনের হত্যাকান্ড ঘটিয়েছে তদন্তের মাধ্যমে খোঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনা হবে।