নরসিংদীর পলাশে এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-শাখা উদ্বোধন এবং মাধবদীর পাঁচদোনাতে শাখা স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পলাশ সার কারখানা সংলগ্ন খানেপুর বাজারে উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শাখাটির ব্যাবস্থাপক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান রিটেইলার জনাব অলি আহাদ চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন পাঠান, মো: গোলাম মোস্তফা ও মো: রোকন উদ্দিন প্রমুখ।
পরে বিকাল ৩ টায় পাঁচদোনা শাখার কার্যক্রম পাঁচদোনা মোড় সংলগ্ন নতুন একটি মার্কেটে স্থানান্তর উদ্বোধন করা হয়। এতে শাখা ব্যাবস্থাপক মো: মনিরুজ্জানের সভাপতিত্বে স্যার কেজি গুপ্ত স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে এবং ব্যাংকের প্রধান রিটেইল জনাব অলি আহাদ চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।