সুমন পালঃ
মাধবদী থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার মাধবদী প্রেসক্লাব হল রুমে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন। মাধবদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফজলুল হক মিলন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার উপ-পরিদর্শক তাপস কান্তি রায়, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সহ সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা মিয়া, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, সদস্য কাজী জয়নাল, জিএম মতিউর রহমান,
হুমায়ুন কবির ভূইয়া, সুমন পাল প্রমুখ। এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন বলেন, সাংবাদিকরা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে মাধবদী থানা এলাকার আইন শৃঙ্খলা আরো সুন্দর হবে। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান।