1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের এজিএম ও বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র বার্ষিক সাধারণ সভা(এজিএম) ও বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলার পলাশ উপজেলার টেঙ্গরপাড়াস্থ বাবু রঞ্জিত কুমার সাহার বাংলো বাড়িতে দিনব‍্যাপী এ এজিএম ও বনভোজন অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন জেলা, উপজেলা পর্যায়ে ক্লাব’র সদস্যদের উপস্থিতিতে টেঙ্গরপাড়ার বাবু রঞ্জিত কুমার সাহার বাংলো বাড়ি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।ক্লাবের সদস্যরা আনন্দ উল্লাসে নেচে গেয়ে দিনটি অতিবাহিত করে।

দুপুরে মধ‍্যাহ্ন ভোজের পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী পৌরসভার সাবেক সফল ও মানবিক মেয়র হিসেবে খ‍্যাত মো. কামরুজ্জামান কামরুল।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান তৌকিরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে’র উপদেষ্টা বাবু মাখন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার ও স্বর্গীয় বাবু রঞ্জিত কুমার সাহার কনিষ্ঠ পুত্র সনেট কুমার সাহা প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব‍্য রাখেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এসময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সমন্বয়ক মকবুল হোসেন, নুরুল ইসলাম নুরচান, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও যুগ্ম সম্পাদক এম ওবায়দুল কবির।

পরে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিগত বছরের বার্ষিক আয়-ব্যায় সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। বার্ষিক রিপোর্ট ও প্রশ্নোত্বর পর্ব শেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের উপদেষ্টা বাবু মাখন দাস ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম রিপন’র ভার মুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতি’র ঘোষণা দেন। সেইসাথে সংগঠনের ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও ১ জন কার্যকরী সদস্য অব্যহতি নেওয়ায় ২ নং যূগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল কবিরকে ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক, অজয় কুমার সাহাকে ২ নং যূগ্ম সাধারণ সম্পাদক, জুবায়ের আহমেদ জনীকে দপ্তর সম্পাদক ও আসাদুজ্জামান বাদলকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করে কমিটির মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব অর্পণ করেন। পাশাপাশি কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ক্লাবে অনুপস্থিত থাকা ও কোন যোগাযোগ রক্ষা না করায় তাদেরকে ক্লাবের সদস্য পদ থেকে অব‍্যহতি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.