সুমন পালঃ মাধবদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর স্বপ্নবাজ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সকাল সাড়ে ১০টায় মাধবদী এসপি স্কুলের মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। টুর্ণামেন্টটি উদ্বোধন করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মোঃ মোতালিব হোসেন, তরিকত ফেডারেশনের নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ ছবির মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক হাসিব মোল্লা প্রমূখ। এসময় মাধবদী বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নির্বাচণী লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন শিশির।