নরসিংদী প্রতিনিধিঃ জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের এক অসহায় পরিবারের মানসিক ভারসাম্যহীন সন্তান আবুল কালামকে ফিরে পেতে চায় বাবা রোমান ভূইয়া। আবুল কালাম (২৮) প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আয় উপার্জন করে সংসারের ভরণপোষন করতো। কিন্তু সম্প্রতি আবুল কালাম মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পরে। আবুল কালামের বাবা মো: রোমান ভূইয়া জানান, সে ভালো ও সুস্থ্য শরীর নিয়ে কিভাবে এমন হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারিনি। সম্প্রতি সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যেতো। আবার দু-একদিন পর চলে আসতো। কিন্তু গত ৩১ এগ্রিল শেষবারের মতো চলে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর আমরা সকলেই উদ্বিগ্ন। যারফলে বিভিন্ন আত্মীয়-স্বজন ও বিভিন্ন এলাকায় খোজাখোজিও করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে এবিষয়ে পলাশ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তার গায়ের রং উজ্জল ম্যামলা উচ্চতা প্রায় ৫ফুট ৩ইঞ্চি। তাকে ফিরে পেতে দরিদ্র রোমান ভূইয়া।