সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার আর.টি.এল.গাংপাড় প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ ১লা এপ্রিল শুক্রবার বিকেলে মাধবদী এস.পি.হাই স্কুল মাঠে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন আহাদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও নান্নু টেক্সটাইল মিলস্ এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আহাদ। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গাংপাড় সুপার কিংস্ বনাম গাংপাড় নাইটস্। উক্ত ১৬ওভারের খেলায় ১৫০রান করে গাংপাড় সুপার কিংস্ জয়ী হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাষ্টার বিদ্যানিকেতনের স্বত্বাধিকারী আব্দুল মোমেন, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, সমাজ সেবক কাজী আলাউদ্দিন আলাল, সালেহ আহমেদ, শাহিন মিয়া প্রমুখ।