হুমায়ুন মিয়া নরসিংদী : নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন হলো হুন্ডা কোম্পানির শোরুম। বুধবার (২৬ জানুয়ারি ২২) বিকাল ৪টা ৩০ মিনিটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান লায়ণ ইঞ্জিনিয়ার এস এম ইকবাল হোসেন।
স্বাস্থ্য বিধি মেনে আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানের।পবিত্র কোরআন তেলাওয়াত এর পর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও শোরুম এর মালিক মিজানুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোন্ডা কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার ওমর ইসলাম, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী পৌরসভার কাউন্সিলর মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হোন্ডা মোটর সাইকেল কোম্পানি জাপানের এক নম্বর ব্রান্ডের। সাধারণ মানুষ বাইক বলতেই হোন্ডা কোম্পানি কে বুঝে। মনোহরদীবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। তারা আশাবাদী মনোহরদীর মানুষ এই জাহান হোন্ডা কোম্পানির মোটর বাইক ক্রয় করবে।পরে দুজন ক্রেতার হাতে নতুন বাইকের চাবি তুলে দিয়ে ক্রয়ের খাতা খোলেন শোরুমের মালিক।