নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ১০/0১/২০২২ রোজ সোমবার সকাল ১১টার সময় যথাযথ মর্যাদায় আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় । স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ বশির হোসেন ভূঁইয়া ,উপস্থিত ছিলেন গৌতম লাল পোদ্দার সহ-সভাপতি, মোঃ আনিছুর রহমান খান অর্থ বিষয়ক সম্পাদক, , সুলতান মাসুদ সাংগঠনিক সম্পাদক,আব্দুর রহমান (বিপ্লব) প্রচার ও প্রকাশনা সম্পাদক, নগেন্দ্র নাথ বনিক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, প্রমুখ । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান মানিক, তিনি বলেন যেকোনো অফিসে সেবার বিনিময়ে যার যেটা দায়ীত্ব তিনি যদি সেটা না করেন সেটাও একটা সেটাও মানবাধিকার লঙ্ঘন। সকলকে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়ীত্ব পালনে মানুষের মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত করতে হবে। তা হলেই আমরা প্রতিষ্ঠিত মানবাধিকার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে আজকের দিনে আমাদের অঙ্গীকার হউক নিজে মানবাধিকার লঙ্ঘন করবো না এবং কাউকে মানবাধিকার লঙ্ঘন করতে দিব না।সমাজ থেকে অন্যায় অবিচার এবং দূর্নীতিকে চালাতে হলে মানবাধিকার কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।যে কোন ষড়যন্ত্রই মানবাধিকার লঙ্ঘন। ষড়যন্ত্র কারীরা কখনো মানবাধিকার কর্মী হতে পারেনা।৩৫ বছর ধরে BHRC দেশ – বিদেশের লক্ষ লক্ষ বিপদ গ্ৰস্ত মানুষকে সহায়তা করে আসছে। নির্যাতন কারী বা মানবাধিকার লঙ্ঘন কারিরা যত শক্তি ধরই হউক BHRCর কর্মীরা ছাড় দিবেনা। মানবাধিকার প্রতিষ্ঠায় ও মানুষের অধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ মানবাধিকার কমিশন – BHRCর সৃকৃতি লাভবান হয়।