যোগাযোগ প্রতিবেদকঃ নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মানবাধিকার কমিশন আন্তঃ জেলা নরসিংদী শাখার উদ্যোগে জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে। গত ১ সেপ্টেম্বর বেলাবর উপজেলার ওয়ারী পূর্বপাড়া বটেশ্বর গ্রামে কদর মিয়া বাড়ির পাশে শালিশি দরবার এর মাধ্যমে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি ঘটে। আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে সাবেক মেম্বার সুরুজ মিয়া এর পরিচালনায় দরবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আন্তঃ জেলা নরসিংদী শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক ও সাধারণ সম্পাদক বশির হোসেন ভূঁইয়া। উল্লেখ্য গত ১৫ জুলাই মোঃ কদর মিয়া তার ক্রয়কৃত জমিতে চারা গাছ রোপন করতে গেলে বিবাদী মোঃ হাসেম মিয়ার লোকজন বাঁধা প্রদান করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কদর মিয়ার পরিবারের লোকজনের উপর হাশিম মিয়ার ছেলে শাহাদত সহ আরো অনেকে চড়াও হয়ে হামলা করে এবং মারপিট করে। হামলায় কদর মিয়াসহ তার ছেলে ও স্ত্রী আহত হয়। পরে আহত অবস্থায় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরবর্তীতে কদর মিয়া বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং ৮৮৪। বিবাদী করা হয় ১) মোহাম্মদ হাসিম মিয়া (৫০), পিতা-মৃত ওসমান ২)মোঃ কাদির মিয়া(৪০), পিতা-মৃত ওসমান ৩)৷মোঃ শাহ আলম (৩৫), পিতা মোঃ হাসিম মিয়া, ৪) মোঃ শাহাদাত (২৮), পিতা মোঃ হাসিম মিয়া, ৫) মোঃ তোফাজ্জল (১৯), পিতা মোঃ কাদির মিয়া। সর্ব ঠিকানা গ্রাম ওয়ারি পূর্ব পাড়া, বটেশ্বর, বেলাব, নরসিংদী। দীর্ঘদিন যাবৎ স্থানীয় মেম্বার চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক চেষ্টা করেও মিমাংসা করতে পারেনি। সম্প্রতি বাদী কদর মিয়া বাংলাদেশ মানবাধিকার কমিশন আন্তঃ জেলা নরসিংদী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট লিখিত আবেদন করা হয়। লিখিত আবেদন এর পরিপ্রেক্ষিতে গ্রামের গন্যমান্য ব্যক্তিসহ শত শত ব্যক্তির উপস্থিতিতে শালিশি দরবারের মাধ্যমে দুই পক্ষের সমঝোতায় দীর্ঘ দিনের বিরোধ সমসধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃআয়ূব মিয়া মোঃ আম্বর মিয়া, আনোয়ার হোসেন, রাছু উদ্দিন, মোবারক হোসেন মোল্লা, মাবুবুর রহমান বিপ্লব, আলতাফ হোসেন মাস্টার, মোঃ শফিকুল ইসলাম, নাহিদ প্রধান, ইমন ছিদ্দিকী, কাউছার ভুইয়া, আব্দুল অদুত, আবদুল জলিল মিয়া, আঃ কুদ্দুস, রুহুল খন্দকার (সার্ভেয়ার), মোশাররফ হোসেন, সুলতান মাসুদ, কাউছার, আহছানউল্লাহ, হাজী বশির আহমেদ, উজ্জ্বল আচার্য্য, রেজাউল কবির, ওবায়েদ উল্লাহ সরকারসহ অনেকে।