সুমন পালঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভুইয়া, সহ-সভাপতি আব্দুল আওয়াল মুন্সি, সহ সভাপতি মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি মাস্টার মুহাম্মাদ আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আরিফ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মোমেনের নাম ঘোষনা করা হয়েছে। ১০ মার্চ সোমবার মাধবদীর রাইন ওকে মার্কেটেস্থ সংগঠনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার মজলিশের শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আগামী ২ বছরের জন্য থানা কমিটির আংশিক ঘোষণা করেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসেন সাকি। অধিবেশনে ইসলামী আন্দোলন মাধবদী থানার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, নরসিংদী জেলা ইসলামী আন্দোলন সহ-সভাপতি ও চেয়ারম্যান মুফতি কাউছার আহমাদ ভূইয়া, সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি প্রমুখ।