নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পারুলিয়া- মাঝেরচর সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিসংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হেজবুল্লাহ হোসেন, কিরন আলী প্রধান, ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মনির, আওয়ামিলিগ নেতা আঃ সালাম, কবির হোসন ও মোতালিব মিয়া সহ অন্যরা। এসময় প্রধান অতিথি বলেন, সমাজে ধনি দরিদ্রের অর্থের মাঝে গরিব অসহায় মানুষের হক রয়েছে। তাই এই হক পরিপূর্ণবাবে পালন করলে অসহায় মানুষরাও ভালো মতো ঈদ পালন করতে পারবে। এই ঈদে প্রতিটি ঘরে যাতে সেমাই পোলাও খেতে পারে তার জন্য সংগঠনের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তাই সংগঠনের এই ভালো কার্ক্রমের পাশে থেকে নিজেকে কিছুটা হলেও পরিশুদ্ধ করার চেস্টা করবো। আলোচনা শেষে ঈদে খাদ্য সামগ্রি হিসেবে পোলার চাল, সেমাই, চিনি, লবন, তেল, নারিকেলসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।