সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার হাজীপুর (বাদলের বাড়ির ভাড়াটিয়া, হাজী বাড়ি) আমান উল্লাহ কাজী ও আসমা আক্তার এর ছেলে নাফিজ উল্লাহ কাজী(২২) মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধান পেতে বিভিন্ন জায়গায় খোঁজখুজির পাশাপাশি নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। থানায় ডায়রীর প্রেক্ষিতে জানাযায়, পরিবারের পক্ষ থেকে নাফিজ উল্লাহ কাজী কে সৌদি আরবে পাঠানোর জন্য চেষ্টা করে আসছিলেন। কিন্তু যথা সময়ে প্রবাসে পাড়ি জমাতে না পেড়ে রাগ করে ১২ সেপ্টেম্বর বিকেলে তার এনআইডি কার্ড ও পাসপোর্ট সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসে নি। তার পাসপোর্ট নং A08721275। তার উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পড়নে ছিল জিন্স প্যান্ট ও হাফহাতা সাদা রং-এর টি-শার্ট। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে ০১৯০৪০৪০০৪৭
এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।