নিজস্ব প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ পরিবেশে পলাশ থানা সেন্ট্রাল কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোবার (১৩ আগস্ট) সকালে পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল কলেজের পরিচালক সোলেমান গাজী, রিপন দেবনাথ, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, সহকারী শিক্ষক নুরুজ্জামান গাজী, প্রভাষক শহিদুল হক সুমন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী গণমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। ফলাফলের দিক থেকে নরসিংদী জেলার দ্বিতীয়তম এবার পরীক্ষার্থীর ৩৪৪ জন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন ।