মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে আমদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে আমদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয় প্রাঙ্গণে আমদিয়া ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সদ্য সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাবু পবিত্র রঞ্জন দাস মহাদেব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ওসমান প্রধান, সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকলের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য আমদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রাসেলকে সভাপতি ও মোঃ রাসেল আবুলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট আমদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটির ঘোষণা করা হয়।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫
তারিখঃ ১৭.১.২৩ইং