ভ্রাম্যমাণ প্রতিনিধি : আয়োজক কনের পিতা তার নিজ পরিবার, নিকটাত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি সমাজ ও আশপাশের গরীব অসহায় লোকদেরও এ বিয়েতে দাওয়াত করেছেন। শুধু তা-ই নয়, দাওয়াতকালে প্রত্যেক ব্যক্তিকে কোনো প্রকার উপহার উপঢৌকন ছাড়া শূন্য হাতে দাওয়াতে উপস্থিত হতে অনুরোধ করেছেন এবং খাওয়া দাওয়া করে শুধুমাত্র নিজ কন্যার নতুন জীবন যাতে সূখী সমৃদ্ধ হয় সেই দোয়া প্রত্যাশা করেছেন।
এমনই একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো মাধবদীর কান্দাইল গ্রামে। গ্রামের কৃতি সন্তান ভূমি কর্মকর্তা মোঃ আলী হোসেন ভূইয়া তার জৈষ্ঠ কন্যা মোসাঃ আতিয়া হোসেন রুপার বিয়েতে শনিবার(১৫ অক্টোবর) কান্দাইল বাসস্ট্যান্ড এর পাশে অবস্থিত তার নিজ বাড়িতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
এর আগে বিয়ের রীতি ও সামাজিকতা হিসেবে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করলেও ইসলামিক বিধান মানতে গিয়ে এতে ছিলনা কোনো বাহিরের লোক, এবং কোনো প্রকার বাজি ফাঁটানো, নাচগাণ বা বাদ্যযন্ত্রের সমাহার।
বাড়ির নিকটতম রাস্তা হতে পুরো বাড়ি জুড়ে আলোকসজ্জা করা হলেও নাচগান বা হৈ হুল্লোড় না থাকা এবং দাওয়াতি অতিথিদের কাছ হতে কোনো প্রকার উপহার উপঢৌকন না নেয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি গরীব অসহায়কে দাওয়াত করে কনের এ ভূমি কর্মকর্তা পিতা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজের সকল মহলে প্রশংসা কুড়িয়েছেন।
এ বিষয়ে আয়োজক কনের পিতা বলেন, আমি ইসলামীক রীতি মেনে আমার মেয়েকে বিয়ে দিতে চেষ্টা করেছি। আমার একটি মাত্র ছেলে তাকে কোরআনে হাফেজ বানিয়েছি, এখন সে মাদ্রাসায় পড়াশোনা করছে। এবং আমার মেয়েকেও মাদ্রাসায় পড়িয়েছি। শুধু তাই নয়, আমার মেয়ের বরও মাদ্রাসায় পড়াশোনা করা একজন মাওলানা। আমি জানি ইসলামে বিয়েতে আগত অতিথিদের কাছ হতে উপহার নেয়া নিষেধ তাই উপহার নেইনি।আর সমাজের গরিব অসহায় লোকেরা বিয়েতে উপহার দিতে পারবেনা এমন ধারনা হতে অনেক গরিব লোক অনেক বিয়েতে দাওয়াত পায়না। সেই চিন্তা করেই আমার মেয়ের বিয়েতে গরিব অসহায়কে দাওয়াত করেছি। আমি উপহার নয়, আমার মেয়ের নতুন জীবনের জন্য সকলের দোয়া চাই।
বিয়েতে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, মোঃ আলী হোসেন ভূইয়া বর্তমানে নরসিংদী জেলা কোর্টে ভূমি অফিসার হিসেবে কর্মরত আছেন।