মুহাম্মদ মুছা মিয়া , মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারেনা। আর সেই অক্সিজেন পায় গাছ থেকে কিন্তু দিন দিন গাছ কর্তনের ফলে ক্ষতির মুখে পরছে মানুষ। অক্সিজেন ও ফলে ফুলে পূর্ণ সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখার লক্ষে কাজ করে যাচ্ছে নরসিংদীর মাধবদীতে প্রতিষ্ঠিত ফরাজী কল্যাণ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ফরাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বিকাল ৫টায় মাধবদীর পাঁচদোনা ফরাজী বাড়ি মাদরাসায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি ও আল আমিন ফেব্রিক্স এর কর্ণধার মোহাম্মদ আল-আমিন রহমান। সভাপতিত্ব করেন আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবু বকর তামিম। কর্মসূচি উদ্বোধন করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া। ফরাজী ফাউন্ডেশনের সভাপতি কাইয়ুম ফরাজীর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনটির সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক মোঃ এমদাদুল হক, পাঁচদোনার গ্রামের মোঃ শাহাদাত হোসেন, আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল আহমেদ, গ্রীনফিল্ড কলেজের প্রভাষক মোঃ মারুফ হোসেন প্রমূখ।