নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতার বাস্তবতা এবং করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় রাধূনী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নরসিংদী জেলা কমিটি আয়োজিত সেমিনারে ২২ জন মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করে।
জেলা সুজন সম্পাদক হলধর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, প্রেস ক্লাবের সহ সহভাপতি মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে মো: জসিম উদ্দিন, সোহেল এস হোসেন, কামরুল ইসলাম কামাল, মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন ও সদস্য আল আমিন মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশ^নাথ পাল, সানজিদা আক্তার রুমা প্রমুখ। অনুষ্ঠান মূল প্রবন্ধ পাঠ করেন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল-এ-মিল্লাত।
সেমিনারে বক্তাগণ বর্তমানে সুশনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে তার পেশাগত বৈশিষ্ট এবং প্রতিবন্ধকতা থেকে উত্তোরনের উপায় সহ সাংবাদিকদের অন্তর্নিহিত দুর্বলতার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তাগন প্রকৃত পক্ষে মিডিয়ার মালিকগণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ না দেয়া পর্যন্ত অনুসন্ধানীগত সাংবাদিকতা সম্ভব নয় বলে মতামত ব্যক্ত করেন।