কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ আগস্ট) সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের হুইপ সামসুল আলম কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং নরসিংদী মনোহরদীতে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে, কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখা এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলী আজরাফ টিপু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর বানী পত্রিকার সম্পাদক মোঃ ফারুক মিয়া, সময়ের মুক্তচিন্তা
পত্রিকার সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,কোষাধক্ষ্য সফি উদ্দিন খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা
সানজিদা আক্তার রোমা, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া,মফস্বল সাংবাদিক ফোরাম মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক,বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, বিএমএসএফ মাধবদী থানা শাখার যুগ্ম সম্পাদক মনজুর আলম, সাংগঠনীক সম্পাদক রাকিবুল হাসান,অর্থ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।বক্তারা সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিভিন্ন স্থানে পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলার সাথে জরিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যে সরকারের নিকট আহবান জানান।