মনিরুজ্জামান,নরসিংদীঃ
অসহায় করোনা রোগীদেরকে বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যে নরসিংদীর স্বেচ্ছাসেবী সংগঠন সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবকে ৬টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে মাধবদী থানা প্রেস ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব কর্মকর্তাদের কাছে ছয়টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, গাজী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও মাধবদী থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি তৌহিদুর রহমান, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাধবদী থানা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আন্তঃ জেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান মানিক, সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি কিশোর শীল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ভুঁইয়া অপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শওকত আলী বলেন" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীতে সাধারণ মানুষকে নিরাপদ ও সুস্থ রাখতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। এই মহামারী মোকাবেলা কোনো মানুষেরই একা সম্ভব নয়। তাই দেশের এই ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বিবেকের তাড়নায় নিজ অবস্থান থেকে সঙ্কটাপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি তাঁতী লীগের সমগ্র বাংলাদেশের মহানগর, জেলা, উপজেলা, থানা এমনকি বিভিন্ন ওয়ার্ডসহ সকল ইউনিটের নেতৃবৃন্দকে তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নয় বাংলাদেশ তাঁতীলীগের একজন নগন্য কর্মী হিসেবে এই সংকটময় অবস্থায় যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার আহ্বান জানান। এসময় তিনি মানবিক কাজে অগ্রণী ভুমিকা পালনের জন্য সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, নরসিংদী জেলা যুবলীগ নেতা মিঠুন সাহার প্রতিষ্ঠিত সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব নামের সংগঠনটি মানবসেবায় দীর্ঘদিন যাবৎ অগ্রণী ভুমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটি করোনা রোগীদের জন্য সম্প্রতি বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করে।