ভ্রাম্যমান প্রতিনিধি : ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে মাধবদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আমদিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরামের সচিব নাজিম উদ্দিন ভূইয়া রিপন এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল তিনটায় আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আগামী শনিবার(১৪ আগষ্ট) হতে পরিবর্তী ৯দিন ব্যাপি কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচীতে রয়েছে ১৫ আগষ্টে শহীদ হওয়া বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া,আলোচনা সভা, মিলাদ ও ও গরীব অসহায়ের মাঝে কাঙ্গালিভোজ বিতরণ।
এদিকে, কর্মসূচীর প্রথম দিনটি (১৪ আগষ্ট) ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হতে শুরু বলেও সিদ্ধান্ত হয়। এ উপলক্ষ্যে সেদিন আমদিয়া ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী -২(পলাশ) আসনের এমপি ডা.আনোয়ারুল আশরাফ খান দিলিপ মহোদয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- আসাব উদ্দিন মেম্বার(সিনিয়র সহসভাপতি- আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ), সাদিকুর রহমান লিটন(সভাপতি -আমদিয়া ইউনিয়ন যুবলীগ), আবদুল্লাহ আল মামুন(সাধারণ সম্পাদক-আমদিয়া ইউনিয়ন যুবলীগ), সোহেল আহমেদ (আহ্বায়ক -আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগ) সহ কৃষক লীগ, শ্রমীক লীগের নেতৃবৃন্দ।