সুমন পালঃ সারা দেশের ন্যায় সিংদীর মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে মহামারির কোভিড (১৯) এর গণটিকাদান কর্মসূচী সুষ্ঠ ভাবে পালন করা হয়। আজ ৭ আগষ্ট শনিবার সকালে মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর সার্বিক তত্বাবধানে ১২টি ওয়ার্ডে একযোগে টিকাদান চালু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ টিকাদান। এসময় স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। কাউন্সিলর বৃন্দরা হলেন ১নং ওয়ার্ডে পরিমল ঘোষ রঞ্জিত, ২নং ওয়ার্ডে রাজিব আহমেদ, ৩নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির শাহ, ৪নং ওয়ার্ডে শেখ ফরিদ, ৫নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে হায়দার আলী, ৮নং ওয়ার্ডে গৌতম ঘোষ, ৯নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১০নং ওয়ার্ডে জাকির হোসেন, ১১নং ওয়ার্ডে নওশের আলী, ১২নং ওয়ার্ডে বাবুল ভূইয়া সহ পৌরসভা কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও ভিডিপি দলনেতা বৃন্দ।টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়।