সুমন পালঃ কোভিট ১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে কোভিড (১৯) টিকাদান কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান। আজ ৭ আগষ্ট শনিবার সকালে ইউনিয়নে চলমান টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, ডিজিএলজি ভূইয়া মোহাম্মদ রেজাউল সিদ্দিকী, এডিসি শিক্ষা এএসএম ইগনুল হাসান ইভেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খাঁন প্রমুখ। এসময় মেহেরপাড়া ইউনিয়নের ৪,৫ও ৬নং ওয়ার্ডে জনগনকে টিকা প্রদান করা হয়। টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়।