সুমন পালঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা ১১ জানুয়ারি রবিবার বিকেলে আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি ও নরসিংদী-১(সদর ও মাধবদী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম।
মাধবদী পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার পারভেজ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরুদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা বাংলাদেশ মুজাহিদ কমিটি ছদর আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সালাম, নরসিংদী জেলা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি সাঈদ আহমেদ সরকার, জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোবারক হোসেন, মাধবদী পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ্ব ইউনুস ভূইয়া, মাধবদী থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মাষ্টার মুহাম্মদ আরিফুল ইসলাম, মাধবদী পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল আওয়াল, মাধবদী থানা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মুহাম্মদ আক্তার হোসেন সরকার, মাধবদী থানা শাখা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সভাপতি মুহাম্মদ মিরাজ হাওলাদার, মাধবদী পৌর শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান সহ মাধবদী থানার অন্তর্গত সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কর্মী বৃন্দ।