সুমন পালঃ
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকার এ প্রতিপাদ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কার্যালয়ে ৫ জানুয়ারি সোমবার সকালে ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট এস.এম. আক্তারুজ্জামান। র্যালীটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট এস.এম. আক্তারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তানজিন আহমেদ, পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোজাফফর আলী, বেলাব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার, রায়পুরা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, শিবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা সহ ভিডিপি সদস্য বৃন্দ।