মুহাম্মদ মুছা মিয়া: শিল্পনগরী খ্যাত মাধবদীতে দীর্ঘ বিশ বছর পূর্বে গড়ে তোলা হয়েছিল রাধুনি রেষ্টুরেন্ট। সময়ের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের চাহিদামতো খাবার পরিবেশ করে মনের কোঠায় স্থান করে নেয় রাধুনি রেষ্টুরেন্ট। তারই ধারাবাহিকতায় ভোক্তাদের চাহিদা ও মনোরম পরিবেশে ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে মাধবদী পোষ্ট অফিস সংলগ্ন ইজি ফ্যাশন এর দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ এর স্বত্বাধিকারী কামরুজ্জামান শুভ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ এর পরিচালক ইমরান হোসেন সবুজ জানান, আমরা দীর্ঘদিন যাবত মাধবদীবাসীকে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে। আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়াও পেয়েছি। আপনাদের চাহিদার কথা চিন্তা করে নতুন আঙ্গিকে, নতুন পরিসরে, আধুনিকতার ছোয়া নিয়ে মাধবদী পোষ্ট অফিস সংলগ্ন স্কুল মার্কেটের সামনে ইজি ফ্যাশনের দ্বিতীয় তলায় আজ থেকে নতুন ভাবে যাত্রা শুরু হলো আপনাদের প্রিয় খাবারের প্রতিষ্ঠান রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন খাবারের উপর রয়েছে বিশেষ ছাড়।