মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। আজ ১২ ডিসেম্বর রাতে মাধবদী পৌরসভা বড় মসজিদ থেকে শুরু করে গরুরহাট ম্যানচেস্টার চত্ত¡র গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছলটি শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী পেশাজীবী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহীম ভূইয়া, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আজগর আলী, সেক্রেটারী আওলাদ হোসেন ফকির, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াহইয়া, সেক্রেটারী মোঃ শাহাজাহানপ্রমূখ।
বিক্ষোভ মিছিল থেকে সরকারের কাছে বিভিন্ন দাবী তোলেন মিছিলকারীরা। যার অন্যতম হচ্ছে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রæত চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা। দেশের সকল মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা।