মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টে ১৯৯৪ সালের এসএসসি ও সমমান শিক্ষার্থীদের আয়োজনে পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বন্ধুদের প্রতি ভালোবাসার টানে বাংলাদেশের ৬৫ জেলা থেকে ৬ শত সদস্য একত্রিত হয় তারা। নিজেদের মধ্যে আনন্দ-দূঃখ ভাগাভাগির জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান আয়োজকরা। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এক সাথে খাওয়া-দাওয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভাব বিনিময় হয়। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম রেদোয়ান বারি, মোঃ মেহেদী হাসান তুহিন, উপদেষ্টা আব্দুর রহিম, অর্থ সম্পাদক মোঃ শামিমুল ইসলাম, সহকারী আহ্বায়ক মোঃ আজিজ ভুলু, মোঃ জামাল হোসেন শামীম, মোঃ অহিদুল ইসলাম ভূইয়া, মোঃ আতাউরন রহমান বাপ্পি, মোঃ এনামুল হক ভূইয়া, মোঃ সাইফুল সাজিদ, মোঃ মাহবুব সোহেল, মোঃ আব্দুল লতিফ, মোঃ তুহিন হাফিজ, মোঃ তাসলিম কায়সার, সাশান্ক সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাহিন, আবুল হাসনাত মাসুম, খোরশেদ আলম, আনোয়ার হোসেন আনু, মোঃ ইকবাল হোসেনপ্রমূখ।