মকবুল হোসেন :
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের অনুপ্রেরণায় নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৫, রাধুনী রেস্টুরেন্ট মিলনায়তনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন স্তরের ২২ জন নারী সদস্যদের নিয়ে এই প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন নরসিংদী সদর পিএফজি'র পিস অ্যাম্বাসেডর অ্যাডভোকেট রাজিয়া সুলতানা জুপি। ওয়াইপিএজি’র কো-কোঅর্ডিনেটর উম্মে হানির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক, পিএফজি কোঅর্ডিনেটর হলধর দাস, ফিরোজা বেগম, সবিতা রায়, নার্গিস আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দেশের ৭৫.৯ শতাংশ নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন। ‘নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নারী নির্যাতনের ভয়াবহ এই চিত্র তুলে ধরা হয়েছে। বক্তারা বলেন, পরিবার থেকে কর্মক্ষেত্র কোথাও নারীরা নিরাপদ নয়। যে কোনো সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় নারীরা। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এডভোকেট রাজিয়া সুলতানা জুপিকে ওয়েভ সমন্বয়কারী এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা বেগমকে এবং ওয়াইপিএজি'র কো-কোঅর্ডিনেটর উম্মে হানীকে সহসমন্বয়ককারীর দায়িত্ব অর্পণ করে ২২ সদস্য বিশিষ্ট ওয়েভ প্ল্যাটফর্ম গঠন করা হয়।
#মকবুল হোসেন নরসিংদী