মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পাইকারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক দলের সভাপতি হাছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী। গতকাল বিকালে মাধবদীতে সাংবাদিকদের সাথে এই সংবাদ সম্মেলন করেন পাইকারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক দলের সভাপতি হাছান আলী। সংবাদ সম্মেলনে হাছান আলী বলেন , যে গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চরভাসানিয়া পাঁচ আনি এলাকায় পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক দেলোয়ার হোসেন কর্তৃক আমার উপর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সেদিন পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক দেলোয়ার হোসেন পাঁচআনী এলাকা থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালালে, আমি ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাসান আলী ও এলাকাবাসী তাতে বাধা প্রদান করি।
এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার দলবল নিয়ে আমার বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ও আমার ব্যাবহৃত এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে আহত করে আমাকে মৃত ভেবে ফেলে চলে যান।
পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা শেষে মাধবদী থানায় এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হলেও অপরাধীদের গ্রেফতারে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে আমি আমার পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন ও আমার উপর সন্ত্রাসী হামলার মূল হোতা দেলোয়ার হোসেন ও তার সহযোগীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেলোয়ার হোসেনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।