সুমন পালঃ
"একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে"। এ প্রতিপাদ্যে নরসিংদীতে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সমূখে র্যালী ও জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান(বাইগাম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। জেলা সমাজসেবা কর্যালয়ের অফিসার(রেজিষ্ট্রেশন) সুরভি আফরোজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূইয়া, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর(ISHC) সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য গোলাম মাওলা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)(ISIGOP) কোষাধ্যক্ষ আহসানউল্লাহ, দেশ গড়ি সংগঠনের সভাপতি আমিনুল হক বাচ্চু, পাপড়ির নির্বাহী সম্পাদক আব্দুল বাছেদ। বক্তারা বলেন প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড, প্রবীণদের জন্য ভাতা বৃদ্ধি, প্রবীণদের জন্য পরিবহনে নির্ধারিত আসন রাখা, পরিবহনে ভাড়া শিথিল করা, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রবীণদের দাওয়াত দেওয়া, বিনোদন মূলক অনুষ্ঠানে প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ অন্যান্য দাবী জানানো হয়। আরো উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ম্যানেজার আব্দুল হালিম, এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, মনিটরিং ফেসিলেটর ইয়াকুব মাঝি সহ (ISHC) ১২টি ক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রবীণ ব্যাক্তিবর্গ।