মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ(২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় নরসিংদী শিশু একাডেমীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেন নরসিংদী জেলা শাখার আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জাব্বার। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ খানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেনের কেন্দ্রীয় জেনারের সেক্রেটারী ডাঃ আনোয়ারুল আজীম, নরসিংদী সিভিল সার্জন ডাঃ আমিরুল ইসলাম শামীম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেন নরসিংদী জেলা শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঁইয়া, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ম্যানেজমেন্ট সদস্য ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারী গোলাম সরোয়ার সাঈদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, অধ্যাপক শেখ সাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর আমীর মাওলানা আমিনুল হকপ্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ব্যবাসয়ীদের উদ্দেশ্য করে বলেন আমরা এখানে সবাই ব্যবসায়ী, আমাদের সকলকে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো ভাবেই ভোক্তা বা সেবাগ্রহীতাদের ঠকানো যাবেনা। আমরা যদি সততার সাথে ব্যবসার করতে পারি তাহলেই আমরা দুনিয়াতে শান্তি পাবো এবং আখিরাতে মুক্তি পাবো। সৎ ব্যবসায়ীদের জন্য পরকালে আল্লাহ রেখেছেন ভালো পুরস্কার। বক্তারা আরো বলেন আপনারা যে যেই ব্যবসাই করতে চান ব্যবসার পূর্বে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করুন। যেকোন কাজে আপনাদের উৎপাদন থেকে শুরু করে সেলস পর্যন্ত আমরা সহযোগী করব। টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার। আমরা চাকরি করবনা চাকরি দিব।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫