সুমন পালঃ
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে ২২ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলা হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত চাল এর ডিও (অর্পনাদেশ) সদর উপজেলার পূজা মন্ডবের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে তোলে দেওয়া হয়।
পূজা মন্ডবের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। নরসিংদী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স,
শহর পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ড, সঞ্জয় সূএধর, মাধবদী পৌরসভা শাখা পূজা উদযাপন ফ্রন্ট এর প্রচার সম্পাদক সুমন পাল সহ নরসিংদী সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।