সুমন পালঃ
মাধবদী থানা তাতী দলের সাধারণ সম্পাদক হাজী আজহারুল ইসলাম প্রধান ও মাধবদী থানা কৃষক দলের সদস্য সচিব খন্দকার মাহবুব আলম এর বাড়িতে ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে সৌজন্য সাক্ষাতে আসেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর ১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দ্বিপক কুমার বর্মন প্রিন্স, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুয়েল, সমাজ সেবক আলহাজ্ব সামসুর রহমান, আলহাজ্ব এম এ হালিম, আলহাজ্ব হানিফ মোহাম্মদ, হাজী আব্দুল মজিদ মোল্লা, জয়নাল আবেদীন প্রধান, মাধবদী থানা কৃষক দলের আহবায়ক বিল্লাল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক জামান ফকির, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুগ্ম আহবায়ক আফছানা আক্তার , মাধবদী থানা তাতী দল সভাপতি কাজী ইয়াকুব আলী, সিনিয়র সহ সভাপতি হাজী জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল হাসনাত, নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছাদেকুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক মোঃ দানিছ মিয়া, নুরালাপুর ইউনিয়ন তাতী দলের সিনিয়র সহ সভাপতি মাসুম মিয়া প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে মাধবদী থানা তাতী দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম এর অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন, সেই সাথে মাধবদী থানা তাতী দলের সহ সভাপতি আশাদুল আলম এর ছেলে সড়ক দূর্ঘটনায় নিহত অভির পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।