সুমন পালঃ মাধবদীতে কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই রবিবার মাধবদী এস.পি ইনষ্টিটিউশন মাঠে। সকাল ১০টায় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো: মোস্তফা আজিজুল করিম। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, সমাজ সেবক মো: মিজানুর রহমান প্রধান, সমাজ সেবক মো: খাদেম উদ্দীন, সমাজ সেবক মোতালিব মিয়া, সমাজ সেবক মোছলেহ উদ্দীন, কিশোর কলি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদুল হক মাসুদ, সমাজ সেবক মো: মামুনুর রশীদ, সমাজ সেবক মো: মঞ্জুরে মাওলা, সমাজ সেবক মো: মাছুম মিয়া, সমাজ সেবক মো: মানিক মিয়া, সমাজ সেবক মো: মোশারফ হোসেন, সমাজ সেবক মো: কেফায়েত উল্লাহ প্রমুখ। উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে বিবাহিত দল বিজয়ী হয়। উপস্থিত অতিথি বৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।