সুমন পালঃ
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আজ ২৫ জুন বুধবার মাধবদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী মোঃ আবুল কাশেম, সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ হাজী ইউনুস ভূইয়া, সেক্রেটারি মোঃ আব্দুল আওয়াল, ইসলামি যুব আন্দোলন মাধবদী থানা শাখা সভাপতি মোঃ আক্তার হোসেন সরকার, সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান, সেক্রেটারি মোঃ ইয়াকুব আলী সুজন প্রমুখ। গণসংযোগ শেষে আলোচনায় জানান, আগামী ২৮ তারিখের সমাবেশকে সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা থেকে ২৫০টি বাস যাবে, যার মধ্যে মাধবদী থেকে ৭০টি বাস রয়েছে। সকলকে সমাবেশে দলে দলে যোগদানের আহবান জানানো হচ্ছে।