মনিরুজ্জামান, নরসিংদীঃ " সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি — এই স্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নরসিংদীর রাধুনী রেস্টুরেন্টের তৃতীয় তলায়
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ নরসিংদী সদর উপজেলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পিস এম্বাসেডর মোজাম্মেল হক'র সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর বাবু হলধর দাস'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিএফজির এরিয়া কো অর্ডিনেটর রাসেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য।
সভায় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ সহ সামাজিক ও রাষ্ট্রীয় সহিংসতা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাগরিক সংলাপ আয়োজনের পাশাপাশি ৫ ই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে কিছু সংখ্যক সদস্য দীর্ঘদিন ধরে সংগঠনের কোন কার্যক্রমে অংশগ্রহণ না করায় তাদের অব্যহতি দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় পিএফজি নরসিংদী সদর এর পিস এম্বাসেডর মকবুল হোসেন, মোস্তাক ভুইয়া ও দেলোয়ার হোসেন সহ পিএফজি ও ইয়থ পিএফজি গ্রুপের পিস এম্বাসেডর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে পিএফজির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।