সুমন পালঃ
নরসিংদী জেলাধীন মাধবদী থানা এলাকার নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে মারধরের ঘটনা ঘটেছে। মোঃ মজিবুল্লাহ মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, মোঃ মজিবুল্লাহ সাদিয়া- তানিয়া নামক টেক্সটাইল মিল দিয়া ব্যবসা করিয়া আসছে। বিবাদী মোতালিব একই মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিল। ঘটনারদিন গত ২০ জুন দুপুরে অন্যান্য শ্রমিকদের মতো মোতালিব কেও তার বেতন পরিশোধ করা হয়। বেতন হাতে পেয়ে সে আরো টাকা দাবি করে। মিল মালিক মোঃ মজিবুল্লাহ টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি শুরু হয়। মোতালিব কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মজিবুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। মজিবুল্লাহ প্রতিবাদ করলে মোতালিব তাহার হাতের মাইরের কাঠ নিয়া মজিবুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে বাইরাইয়া নিলা-ফুলা জখম করে এবং মাথার উপরে বারি মারিয়া নিলা-ফুলা জখম করে। মজিবুল্লাহর ডাক-চিৎকারে মিলের শ্রমিকরা এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় আহতকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।